October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 5:33 pm

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গেফতার-২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী করে ৬০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকেলে ও রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিন ভাদার্ত্তী ও মোক্তারপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান চালায় পুলিশ। এসময় পৌরসভার দক্ষিন ভাদার্ত্তী এলাকার পুরাতন সাবরেজিস্ট্রি অফিসের মসজিদ সংলগ্ন রমজান আলীর বেকারীর সামনে থেকে একই এলাকার মোঃ শাহজাহান মিয়ার পূত্র সালাউদ্দিন (৩৫) কে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

পুলিশের পৃথক অভিযানে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের জয়দেবপুর টু চরসিন্দুর সড়কের দক্ষিণ পার্শ্বে কমল ষ্টোরের সামনে থেকে নরসিংদী জেলার বেলাব উপজেলার সররাবাগ গ্রামের মৃত গোলাপ মিয়ার পূত্র আব্দুল কাদির মিয়া (২৫) কে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পলিশ। স্থানীয়দের কাছে ঐ এলাকাটি মাদকের ট্রানজিট নামে পরিচিত।

গ্রেফতারের সময় প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, সালাউদ্দিন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাকে মাদক মামলায় একাধিকবার আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ এবং ১০(খ) এর ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।