কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদ।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী আলী আহসান মোজাহিদ ও পরিষদের উপদেষ্টা মাওলানা শিহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা যাকারিয়া হোসাইন বিন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষাবিদ মাওলানা যাইনুল আবেদীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ উম্মুক্ত বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছাইদুল হক, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সেফাউল হক, কামরা মাশক ফাজিল মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া, কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফেরদৌস খান সালেহী, কাজী আজিম উদ্দিন কলেজ মসজিদের খতিব মাওলানা এস এম আব্দুল হান্নান বেলালী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, হেফাজত ইসলামের উপজেলা সভাপতি মাওলানা খুরশীদ আলম, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন গাজীপুরী. উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, পুবাইল থানা জামায়াতের আমীর মো. আশরাফ আলী কাজল, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে ও ভোটাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ও পেশি শক্তির মহড়া বন্ধ করতে হবে; রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, শরীয়ার সীমারেখার আলোকে নারী সমাজ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ইসলামবিরোধী সকল পরিকল্পনা বন্ধ করতে হবে, পিলখানা হত্যাকান্ড, শাপলা চত্বরের হত্যাকান্ড, ২৪ এর গ

আরও পড়ুন
বদলগাছীতে মেডিয়েশন কনফারেন্স: ক্যারিয়ার ও শান্তিপূর্ণ সমাজ গঠনে দিকনির্দেশনা
বগুড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে স্বেচ্ছাসেবী মিলনমেলা
গঙ্গাচড়ায় নাগরিক প্লাটফর্মের উদ্যোগে মক ভোটিং অনুষ্ঠিত