কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন (উফসী জাত) ধানের বীজ, রাসায়নিক সার, বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোর ধানের বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম’র সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল মতিন বিশ^াস (পিপি)।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্র্রসারণ কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী ও মাহফুজা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে প্রনোদনার আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত ক্ষুদ্র ও প্রান্তিক এগারশত কৃষকের মাঝে বিনা মূল্যে ৫ কেজি বোর ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত