কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি পূনর্বাসন সহায়তা খাতে বসতবাড়ী ও মাঠে চাষ যোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বসতবাড়ীতে চাষের জন্য ৩শত জন কৃষকের মাঝে বেগুন,পালংশাক, লালশাক,মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাকের বীজ এবং মাঠে চাষের জন্য ৫শত ৪০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টিকুমরা ও শসার বীজসহ জন প্রতি ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণীসহ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে