September 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 4:54 pm

কালীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলকসভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

শারদীয় দূর্গাপূজা সূষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে -এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ মিত্র ভজনের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, শান্তি, শৃঙ্খলা  ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দূর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা অপরিহার্য। পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বোপরি এলাকার জনগনের কাছে সহযোগীতা কামনা করেন।