কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে অংশীজনদের সমন্বয়ে প্রমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট এন্ড অপটিমাল ইউজেস অফ রেমিট্যান্স শীর্ষক প্রকল্পের নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেন প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) বেলা ১১ টায় প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে প্রমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট এন্ড অপটিমাল ইউজেস অফ রেমিট্যান্স শীর্ষক প্রকল্পের নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত হয়। ওয়েজ আনার্স বোর্ডের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েজ আনার্স বোর্ডের যুগ্মসচিব ও পরিচালক ড.এ.টি.এম. মাহবুব-উল-করীম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল হক, কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই জান্নাত, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, প্রশাসনের দপ্তর প্রধানগণ, উপজেলার বিভিন্ন স্তরের অর্ধশতাধিক নাগরিক ও সরকারি-বেসকারি দপ্তরের কর্মকর্তা-প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন কালীগঞ্জ ওয়েজ আনার্স বোর্ডের সহকারী পরিচালক হাফিজুর রহমান, প্রোগ্রামার ও সহকারী প্রকল্প কো-অর্ডিনেটর পাপ্পু মজুমদার, হিসাবরক্ষক আশরাফুল আলম ও গাজীপুর প্রবাসী কল্যাণ সেন্টারের উপসহকারী পরিচালক মোঃ আনিসুজ্জামান।

আরও পড়ুন
গত ১৬ বছরে শাসক গোষ্ঠীর বাইরে কেউ চাকরি পায়নি আমরা এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করেছি নাটোরে যুবদলের কেন্দ্রীয় নেতা নয়ন
জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা
রাজনগরে মাদক কারবারীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, বসতবাড়িতে আগুন