কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জে পূর্ববিরোধের জেরে জাকারিয়া আল মামুন নামে এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাকারিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধা ছয়টার দিকে জামালপুর বাজার এলাকায় এই মারামারির ঘটনা ঘটে। দাপ্তরিক কাজে নিজ বাড়ি উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিন নারগানা হতে কালীগঞ্জে যাওয়ার সময় জামালপুর বাজারের কালীমন্দির এলাকায় পৌছলে কিছু লোক তার মোটর সাইকেলের গতিরোধ করে। পরে রাস্তায় ফেলে তাকে পিটিয়ে আহত করে। খবর পেলে গুরুতর আহত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত জাকারিয়া আল মামুন “দৈনিক ঢাকার ডাক” পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি।
জাকারিয়া আল মামুন জানায়, সংবাদ সংগ্রহের কাজে বের হলে জামালপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আবু তাহেরের পূত্র মাহমুদুল হাসান, ইউনিয়ন ছাত্র দলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. ফাহিম, রাসেল, রাফিকসহ অজ্ঞাত ৮/১০ জন আমার পথরোধ করে ঘিরে ফেলে। তারা সকলেই দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আমি প্রতিবাদ করলে কিছু বুঝে উঠার আগেই তাদের হাতে থাকা লোহার রেঞ্জ দিয়ে এলোপাতাড়ি ভাবে আমাকে মারধর শুরু করে। মাটিতে ফেলে হাত,পা ও মাথায় গুরুতর জখম করে।
অভিযুক্ত মাহমুদুল হাসান মুঠোফোনে প্রতিবেদককে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে জাকারিয়া প্রায় সময়ই আমার কাছে বিভিন্ন কারনে টাকা চাইত। টাকা না দিলে পুলিশের ভয় দেখাইতো এবং পুলিশ দিয়ে ধরাই দিবে বলে প্রায়শই আমাকে হুমকি দিত। ঘটনার দিন জাকারিয়ার সাথে দেখা হলে তর্কাতর্কির এক পর্যায়ে সে তার মাথার হেলমেট দিয়ে আমাকে আঘাত করে। তবে জাকারিয়া কিসের টাকা চাইত তা জানতে চাইলে মাহমুদুল হাসান বিষয়টি এড়িয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, মারামারি হতে দেখেছি। তবে কি নিয়ে মারামারি হয়েছে তা বলতে পারবনা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জেসিলি ঘোষ মুনমুন বলেন, ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। মাথায় মারাত্মক জখমের কারনে বেশকিছু সেলাই দিতে হয়েছে। রোগীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, হামলার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
সিলেট সীমান্তে ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি
চা বাগানের ১১ শিক্ষার্থীর পাশে দাড়ালো সিলেট মহানগর জামায়াত
রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত