July 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 28th, 2025, 5:30 pm

কালীগঞ্জে প্রশাসনের ব্যাপক অবৈধ উচ্ছেদ অভিযান

Oplus_16777216

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ থেকে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

সোমবার (২৮ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্পের কালীগঞ্জ অংশে বন অধিদপ্তর, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুরের সহকারী বন সংরক্ষক শাখেরা আক্তার শিমু, সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, পুলিশ ও র‍্যাবের উর্ধতন কর্মকর্তা ও আনসার সদস্যবৃন্দ।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশে সামাজিক বনায়ন, সংরক্ষিত বন সৃষ্টি, উপকূলীয় বনায়ন ও গ্রামীণ বন উন্নয়নের পদক্ষেপের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৪ ও ২৫ নং সেক্টরের প্রায় ১৪৪ একর ভূমিকে এর শালকপিচ সমৃদ্ধ বন ও জীববৈচিত্র্যের কারণে ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ হিসেবে ঘোষণা করে সরকার। ইতোমধ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ক্ষমতাবলে এই এলাকাটি সংরক্ষণের জন্য সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করা হয়। এই আইনে পূর্বাচলের এই এলাকায় গড়ে ওঠা ঘরবাড়িগুলো বেআইনি হিসেবে গণ্য হয়। কিছু দখলদার দীর্ঘদিন ধরে মিথ্যা দলিল ও মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে ঘর নির্মাণ করে বসবাস করছিল। দীর্ঘদিন যাবৎ ৪৪ জন ব্যক্তি এই সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ১৫৫টি ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল।

কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ, গাজীপুর