কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা। এ উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার (১ অক্টোবর) গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ.কে.এম ফজলুল হক মিলন উপজেলার পৌরসভার কালীবাড়ী পূজামন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দুসম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন। এসময় দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন হতে জামায়াতের প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান উপজেলার বক্তারপুর ও তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এসময় ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার বক্তারপুর, জাঙ্গালিয়া, জামালপুর, মোক্তারপুর ও বাহাদুরশাদী ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং নিরাপত্তার সমস্যা হলে তাৎক্ষণিক প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু প্রদীপ মিত্র ভজন বলেন, এবছর শংকাহীন ভাবে উপজেলার ৪২ টি পূজামন্ডপে দুর্গাপুজা উদযাপিত হচ্ছে। নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে