October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 4th, 2025, 2:00 pm

কালীগঞ্জে বিনামূল্যে কৃষদের মাঝে বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের একশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।