August 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 24th, 2025, 7:36 pm

কালীগঞ্জে মসজিদের ইমাম,খতিব মাদ্রাসার সুপার ও অধ্যক্ষদের সাথে বিএনপি’র মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে মসজিদের ইমাম, খতিব ও বিভিন্ন মাদ্রাসার সুপার এবং অধ্যক্ষদের সাথে বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ আগস্ট) সকাল হতে দিনব্যাপী উপজেলার পৌরসভার দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার এতিমখানা মাঠে উপজেলার মসজিদের ইমাম, খতিব ও বিভিন্ন মাদ্রাসার সুপার এবং অধ্যক্ষদের সাথে মতবিনিময় করেন এবং স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ, মোহাম্মদ ছোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, ফরিদ আহম্মেদ মৃধা, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ ডঃ রুহুল আমীন আজাদী, মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস খান সালেহী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবল, জেলা যুব দলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, সুপার এবং অধ্যক্ষ এবং বিএনপি’র ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যকর্মীসহ প্রমুখ।

পবিত্র কোরান তিলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় উপজেলার প্রায় কয়েকশত মসজিদের ইমাম ও মাদ্রাসার সুপার, অধ্যক্ষ এ মতবিনিময় সভায় অংশ গ্রহন করে থাকেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে মসজিদের ইমাম, মোয়াজ্জিন,খতিব, মাদ্রাসার শিক্ষকসহ ইসলামের জন্য খেদমত করে যাবেন। তাদেরকে কেউ হুমকি দিলে বা খারাপ আচরন করলে ঐ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি আশ^াস দেন।

কাজী মোহাম্মদ ওমর ফারুক