কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে মৎস অধিদপ্তরের রাজস্ব অর্থায়নে অভ্যন্তরীন জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া নলী ব্রীজ সংলগ্ন বেলাই বিলে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচী পালন করা হয়। এসময় একশত পঞ্চাশ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ জলাশয়ে অবমুক্ত করা হয়। অবমুক্তকরণ কর্মসূচীতে গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ পুকুর, দুর্বাটি দারুছুন্নাত এতিমখানা পুকুর, সরকারী শ্রমিক কলেজ পুকুর, চুয়ারিয়াখোলা এতিমখানা পুকুর, পৌর ভুমি অফিস পুকুর ও জাঙ্গালিয়া ভূমি কাচারি পুকুরে আরোও একশত পঞ্চাশ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া, জেলা মৎস জরিপ কর্মকর্তা মোঃ বেলাল হেসেন, উপজেলা মৎস ক্ষেত্র সহকারী মাহাবুবুল আলম, মৎসচাষী, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, বেলাই বিলের অভ্যয়ারণ্য এলাকায় দেশীয় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। সুফলভোগীগণ এই পোনামাছ গুলি যদি সঠিক ভাবে সংরক্ষণ করতে পারে তাহলে মাছের প্রাচুর্য়তা বৃদ্ধি পাবে।
কাজী মোহাম্মদ ওমর ফারুক
কালীগঞ্জ, গাজীপুর
আরও পড়ুন
মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা
রংপুরে দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
কালীগঞ্জের নবাগত (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম