কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জে সড়ক পরিবহন আইনে ২৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও এক জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় পিকআপ, সিএসজি, মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর বৈধ কাগজ পত্র না থাকায় জেল-জরিমানা প্রদান করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে বাইপাস সড়কের পৌরসভার দেওপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ২৩ মামলায় ৪ হাজার ৬শত টাকা এবং ৯২ ধারায় পৃথক দুই মামলায় এক হাজার জরিমানা প্রদান করা হয়। একই আইনের ৭৫ ও ৯২(২) ধারায় একটি মামলায় এক চালককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে