January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 20th, 2023, 8:11 pm

কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বশেমুমেক)এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

নিহত উজায়ফা(৮) উপজেলার মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে এবং হাসান(৩) একই গ্রামের ইকরামের ছেলে।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহষ্পতিবার বিকাল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে দুই শিশু রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। এসময় বাবু বিশ্বাসের বাড়ির লোকজন পাশের বাড়িতে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রান্না ঘরে রাখা খড়িতে। গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশিরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফা মারা যায়।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু দুটির পরিবারের সব বিষয়ে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

—-ইউএনবি