অনলাইন ডেস্ক :
বলিউডে এখনও ঐশ্বরিয়া রাই বচ্চনকে খুঁজে ফেরে পাপারাজ্জি চোখ। সহসা পুরনোদের কাতারে যাচ্ছেন না সাবেক এ বিশ্ব সুন্দরী। তার ফ্যাশনজ্ঞান এখনও উঠে আসে মিডিয়ার বিনোদন ফুলঝুড়িতে। কয়েকদিন আগে প্যারিসের ফ্যাশন শোতে ঐশ্বরিয়ার দিকেই জুম করা ছিল সব ক্যামেরা। প্যারিসের পর সেদিন দুবাইয়ের এক অনুষ্ঠানেও ঐশ্বরিয়া ছিলেন ফটোগ্রাফারদের প্রিয়মুখ। সব্যসাচির ডিজাইন করা ড্রেস আনারকলিতে তার রাজকীয় সৌন্দর্য ফুটে ওঠে দারুণভাবে। ঐশ্বরিয়ার স্টাইলে পূর্ণতা এনে দিয়েছেন স্টাইলিস্ট আস্থা শর্মা। কালো স্লিভলেস আনারকলি পরা ঐশ্বরিয়ার দিকেই চোখ ছিল সবার। আনারকলিতে গোল্ডেন ও পিংক হেম এমব্রয়ডারি ছিল। এ ছাড়া ম্যাচ করা গোল্ডেন বর্ডারসহ একটা কালো দোপাট্টাও ছিল অ্যাশের গায়ে। সব্যসাচির আইকনিক বেল্ট যেমন পরেন অ্যাশ, তেমনি তার হাতে সব্যসাচির পার্স ও তার নিজের পছন্দের আংটিও ছিল। কড়া মেকআপসহ কানে বড় দুল ছাড়াও প্রিয় লাল লিপস্টিকটা তার ফ্যাশনে নিয়ে আসে পরিপূর্ণতা। সূত্র: পিংকভিলা
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত