অনলাইন ডেস্ক :
ঢাকা, ৩০ জুলাই (ইউএনবি)- বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে।
মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) চলবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে ২১ থেকে ২৩ জুলাই সাধরণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২৮ থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে সরকার।
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী