ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি এবং অন্যতম জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার এক বিবৃতি দিয়ে ডিকি বার্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বার্ড ৬৬ টেস্ট এবং ৬৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে তিনটি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার ছিলেন তিনি। আম্পায়ারিংয়ে নামার আগে ক্রিকেট খেলতেন বার্ড। ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩ হাজারের ওপরে রান করেছেন। কাউন্টি দল ইয়র্কশায়ারের প্রেসিডেন্টও ছিলেন।
তার প্রকৃত নাম হ্যারল্ড বার্ড। তবে স্কুল জীবন থেকেই তাকে ‘ডিকি’ বার্ড নামে ডাকা হয়। আম্পায়ার হিসেবে ডিকি বার্ডের অভিষেক হয় ১৯৭৩ সালে। ১৯৯৬ সালে ৬৩ বছর বয়সে তিনি আম্পায়ারিং ক্যারিয়ারের সমাপ্তি টানেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
কোটির ঘরে সিএমভি’র ১০০ নাটক
ফিফা কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল