January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 1st, 2022, 8:14 pm

কিংবদন্তী শিল্পীকে ঘিরেই লালন উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইলেন ফরিদা পারভীন-গাজী আবদুল হাকিম জুটি। কিংবদন্তী এই শিল্পীকে ঘিরেই অনুষ্ঠিত হলো লালন উৎসব। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো লালন উৎসব। গত রোববার জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন লোক সংগীত ও লালন গানের কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বরেণ্য বংশীবাদক গাজী আবদুল হাকিম। আয়োজকরা জানান, ‘বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মানবধর্মের অনুসারী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব লালন ফকিরের দর্শন, চিন্তা সর্বত্র ছড়িয়ে দেয়াই উৎসবের লক্ষ্য। অনুষ্ঠানে গান, নাচ, সেমিনার, সিম্পোজিয়াম, থিয়েটার শো, চিত্রকলা, তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ভিন্ন আঙ্গিকে লালনকে উপস্থাপন করা হবে। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায় ও বিজ্ঞানী ড. নূরুন্নবী, ডা. জিয়া উদ্দিন, সংগীত শিল্পী মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, সাংবাদিক ও গবেষক হাসান ফেরদৌসসহ গুণী শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের আয়োজকদের একজন হাসানুজ্জামান সাকী বলেন, ‘আমরা আমাদের প্রথম লালন উৎসবে এমন অভাবনীয় সাড়া পাবো ভাবতে পারিনি। প্রবাসের বাঙালিরা যে আমাদের শেকড় সঙ্গীতকে নিজের আত্মার খোরাক হিসেবে লালন করে। লালন উৎসবে থাকা দর্শকেরা সেটিই প্রমাণ করেছেন। আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠানটি আমরা আয়োজন করবো।’ অনুষ্ঠানের অতিথি বরেণ্য বংশীবাদক গাজী আবদুল হাকিম বলেন, ‘সত্যিই অনবদ্য আয়োজন। আমেরিকার মাটিতে এ ধরণের আয়োজন। লালনকে এমনভাবে উপস্থাপন। আয়োজক, কলাকুশলী সকলকে আমার ভালবাসা।’