কিংস পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম) গঠনে মূল ভূমিকা রাখার কথা অস্বীকার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার বনানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
হাফিজ বলেন, পবিত্র রমজানের কারণে রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার একটি ছবি আলোড়ন সৃষ্টি করেছে।
তিনি বলেন, ছবিটি ব্যবহার করে কয়েকটি পত্রিকা কাল্পনিক প্রতিবেদন তৈরি করেছে। যা ছয়বার সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা একজন রাজনীতিবিদ হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
তিনি আরও বলেন, ‘৩৭ বছরের রাজনৈতিক জীবনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল এবং তাদের প্রতি শ্রদ্ধা ছিল। তারপরও আমার অপরিচিত কিছু সাংবাদিক এমন সংবাদ প্রকাশ করছেন, যা আমার এবং দল ও সমর্থকদের জন্য বিভ্রান্তিকর।’
তিনি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক দল গঠনের প্রস্তাব পেয়েছিলাম। তারা সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে এসেছিল, কিন্তু আমি তাকে দলে আসতে প্রভাবিত করিনি।’
কোনো অন্যায় করেননি বলে দাবি করে এই বিএনপি নেতা প্রশ্ন করেন, ‘আমি কি বিএনএমে যোগ দিয়েছি? আমি কি বিএনপি ভেঙেছি? এটা স্পষ্ট যে আমি দলে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি। এখন তারা আমার দল ও আমার সমর্থকদের বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে।’
কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাকে নতুন রাজনৈতিক দল গঠনের পরামর্শ দিয়েছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি তাদের বলেছি, রাজনীতির কোনো শর্টকাট পথ নেই।’
হাফিজ বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিক তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। তারা লক্ষ্য করেছেন বিএনপির নীতি নির্ধারণী প্রক্রিয়া নিয়ে আমার ভিন্ন মত রয়েছে। তারা ধরে নিয়েছিল, আমি বিএনপি ছাড়তে আগ্রহী।’
বিএনপি নেতা আরও বলেন, ৩২ বছর পর দল ছেড়ে যাওয়া তার পক্ষে অসম্ভব বলে তাদের জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, আমি শারীরিকভাবে ভালো নেই। অল্প কিছুদিনের মধ্যেই আমি রাজনীতি থেকে অবসর নেব।’
মেজর হাফিজ বিএনএমে যোগ দেবেন- সাবেক তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর এক সংবাদ সম্মেলনে মেয়র হাফিজ জানান, বিএনপির সঙ্গেই থাকবেন।
তিন-চারজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিএনএম গঠন করেছেন উল্লেখ করে তিনি বলেন, তারা সাকিব আল হাসানকে তার কাছে নিয়ে এসেছিলেন এবং তিনি (সাকিব) রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
হাফিজ বলেন, ‘আমি সাকিবকে বলেছি এটা তোমার ব্যাপার। তুমি এখনও খেলছ তবে রাজনীতি নিয়ে আরও ভাব। আমার কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে সাকিব সেখান থেকে চলে যায়।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমার ফোন কলে কোনো দল ইসির নিবন্ধন পাবে, এটা বাস্তবসম্মত নয়। আমি কিছু বললাম না। কারা এটা করেছে, আপনারা জানেন।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির কোনো দলীয় কাউন্সিল হয়নি। আমি বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি। কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে কখনো অপ্রীতিকর কিছু বলিনি।’
—–ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
ফেব্রুয়ারি-মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি
‘২৪ এর জাতীয় নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশ নেয়নি’