অনলাইন ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে আজ মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। দুপুর ১২টা থেকে সিনেমাটি দেখছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। সবকিছু ঠিক থাকলে আজই ছাড়পত্র মিলতে পারে সিনেমাটির। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল।
আজ মঙ্গলবার আবদুল জলিল বলেন, ‘ছাড়পত্রের জন্য বোর্ডের পর্যবেক্ষণ মেনে পুনরায় “বরবাদ” আমাদের কাছে জমা পড়েছে। ইতোমধ্যেই সিনেমা বোর্ডের সদস্যরা দেখেছেন। বিকেলে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
এদিকে ‘বরবাদ’ সিনেমার আনকাট ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে সকাল থেকেই অবস্থান নিয়েছেন শাকিব খানের কিছু ভক্ত। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তাঁদের দেখা গেছে।
শাকিব খানের ‘বরবাদ’ ছবির প্রচার-প্রচারণা সবই চলছিল। মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার, গান—সবই প্রকাশ হয়েছিল। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বরবাদ’ ছবিটি ঘিরে হঠাৎই তৈরি হয় অনিশ্চয়তা। জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে ছবিটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে। কিন্তু সেই নথি প্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখি হয়। অবশেষে গত রোববার মন্ত্রণালয়ের অনুমতিপত্র মেলে ছবিটির। এর এক দিন পরই গতকাল সোমবার ছাড়পত্রের জন্য ছবিটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।
‘বরবাদ’ ছবির পোস্টারে ইন্তেখাব দিনার
গতকাল সোমবার ‘বরবাদ’ সিনেমাটি দেখে কয়েকটি দৃশ্যে নিজেদের পর্যবেক্ষণ জানান সার্টিফিকেশন বোর্ড সদস্যরা। পর্যবেক্ষণগুলো ঠিক করে পুনরায় চলচ্চিত্র জমা দেওয়ার কথা জানান তাঁরা। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে আজ মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে সিনেমাটি।
কিছু দৃশ্যের বিষয়ে আপত্তি ছিল সদস্যদের। সেগুলো আবার সম্পাদনা করা হয়। ‘বরবাদ’ ছবিটির পরিচালক মেহেদী হাসান। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।
আরও পড়ুন
পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় টোল আদায় ২ কোটি টাকা
ঈদের আগে চমক দেখালো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে: বুবলী