October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 17th, 2025, 8:16 pm

কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় শ্রমিক শক্তি’। সংগঠনটির মাধ্যমে শ্রমিকদের রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠার সুদূরপ্রসারী অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে রাজধানীর বাংলামোটরে ইস্কাটন নেভি কলোনিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সংগঠনটির আহ্বায়ক হয়েছেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেন, ‘আজ কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। সেই দিনে জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। আমরা জানি, রাজপথের শক্তিই জয়ী হয়। ইনশাআল্লাহ, জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে।’

নাহিদ আরও বলেন, ‘জাতীয় ঐক্য তখনই প্রতিষ্ঠিত হয়, যখন সমাজের সব অংশের মানুষ দেশপ্রেমের ভিত্তিতে এক হয়ে লড়াই করে। আমরা সেই জাতীয় ঐক্যের দিকে এগোচ্ছি, যেখানে ছাত্র ও শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করবে।’

তিনি আওয়ামী লীগের শাসনকাল নিয়ে বলেন, ‘বিগত ১৬ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করার সময় তাদের উপর পুলিশি সহিংসতা হয়েছে, এমনকি প্রাণও হারিয়েছেন অনেকে।’

সংস্কার কমিশন বিষয়ে নাহিদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক কমিশন গঠিত হয়েছে, কিন্তু শ্রম ও স্বাস্থ্য কমিশনের কার্যক্রম নিয়ে কোনো আলোচনাই হয়নি। শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে কাজ হয়েছে, যা গণতন্ত্রের জন্য সন্তোষজনক নয়।’

তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, ‘গণতান্ত্রিক রূপান্তরের পাশাপাশি অর্থনৈতিক রূপান্তরেও ছাত্র, শ্রমিক ও অন্যান্য পেশাজীবী এক হয়ে লড়াই করবে। যারা শ্রমিকদের শোষণ ও লুটপাট করেছে, তাদের বিচার এখনও হয়নি এবং প্রটেকশন দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘জাতীয় শ্রমিক শক্তি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়।’

শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানান, ‘বিগত কয়েক বছরে হাজারো শ্রমিকের মৃত্যু ঘটেছে। তাদের হত্যার দায়ীদের এখনও বিচার হয়নি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করা আমাদের অন্যতম লক্ষ্য।’

এনএনবাংলা/