অনলাইন ডেস্ক :
কিম জং উনের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা বলেছে,গত বুধবার রাশিয়ায় উভয় নেতার বৈঠক শেষে কিম জং উন বিনীতভাবে পুতিনকে তার সুবিধাজনক সময়ে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান। পুতিন আনন্দের সাথে আমন্ত্রণ গ্রহণ এবং রাশিয়া-ডিপিআরকের (উত্তর কোরিয়ার সরকারি নাম) মধ্যে বন্ধুত্বের ইতিহাস ও ঐতিহ্যকে অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তার ইচ্ছে পুনর্ব্যক্ত করেন।
এদিকে কিম গত বুধবার পুতিনকে বলেছেন, রাশিয়া শত্রুর বিরুদ্ধে বড় ধরনের জয় পাবে বলে তিনি নিশ্চিত। আর পুতিন দু‘দেশের জোরদার সহযোগিতা ও বন্ধুত্বের প্রশংসা করেছেন। পুতিন এর আগে বলেছেন, স্যাটেলাইট তৈরিতে পিয়ংইয়ংকে মস্কো সহায়তা করতে পারে। এ বিষয়ে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবকে লংঘন করবে। অন্যদিকে, কিমের রাশিয়া সফররত অবস্থাতেই বুধবার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
আরও পড়ুন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য
গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই, একদিনে নিহত ৫৮
‘মাথা ঘুরে পড়ে না যায়’, গাজার শিশুদের খেলতে নিষেধ করছে অভিভাবকরা