অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল রোববার রাতে জানান, আগামী বছরের শুরুতে ‘কিল হিম-২’ সিনেমার দৃশ্যধারণ শুরু করবেন তিনি। সামনের বছর কোরবানির ঈদে ‘কিল হিম-২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘সিনেমার গল্প লেখার কাজ শেষ। সেটির গল্প অনন্ত জলিল ভাইকে শুনেছি। সব ঠিক থাকলে জানুয়ারি থেকে শুটিং শুরু করব সিনেমার প্রধান চরিত্রে অনন্ত জলিল থাকবেন; বাকি চরিত্রে কে থাকবেন-তা নিয়ে ভাবছি।’
বিদেশে ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণের পরিকল্পনার কথা জানালেন মোহাম্মদ ইকবাল। এ বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাতে আরও অভিনয় করেছিলেন রুবেল ও মিশা সওদাগর। এদিকে ইকবালের পরিচালনায় ‘ডেডবডি’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে এটি মুক্তি দেওয়া হবে বলে জানান এ নির্মাতা। এ সিনেমায় কলকাতার চিত্রনায়িকা অন্বেষা-শ্যামল মওলা অভিনয় করছেন। ‘ডেডবডি’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন ওমর সানী, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত