কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুইজন।
শুক্রবার(১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বরাটিয়া ঈদগাহ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওই উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লাহর ছেলে নাঈম মিয়াও পাকুন্দিয়া পৌরসভার পাইকলক্ষ্মীয়া এলাকার আবু কালামের ছেলে শরীফ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে তারা ঘুরতে বের হয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরাটিয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরীফ মিয়া। এসময় আহত হয়েছেন দুজন।
আহতরা হলেন- পাইকলক্ষ্মীয়া এলাকার আবুল কালামের মেয়ে লিজা ও পোড়াবাড়ীয়া গ্রামের আবু বকরের ছেলে ফাহিম।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক দুইজন নিহত ও অপর আরোহী দুজন আহত হয়েছেন। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
—–ইউএনবি
আরও পড়ুন
পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
কোম্পানীগঞ্জে নির্বাহী অফিসার’র নম্বর ক্লোন শিক্ষকের কাছে টাকা দাবি
বেরোবির ছাত্র সংসদ নির্বাচন