January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 11th, 2021, 7:31 pm

কিশোরগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা, আহত ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ভাটির জগতচর গ্রামে বখাটেদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলম মিয়া ওই এলাকার বাসিন্দা।

শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে খুরশিদ মিয়ার বরাতে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গত ৯ ডিসেম্বর বিকালে উপজেরলার লক্ষ্মীপুর এলাকার একটি ওয়াজ-মাহফিল থেকে ফেরার পথে কয়েকজন বখাটে আলম মিয়ার মা-বোনদের দেখে নানা অশালীন অঙ্গ-ভঙ্গি করতে থাকে। এ ঘটনার প্রতিবাদে কথা কাটাকাটির এক পর্যায়ে আলম মিয়ার ওপর হামলা করে বখাটেরা। এতে তার মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আলমকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠিয়ে দেয়।

শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। রকি ও শাওনসহ পাঁচ জনের নামে মামলা হয়েছে।

এদিকে, এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে গত শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।

—-ইউএনবি