কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে জেলা শহরের শোলাকিয়া বেপারী বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরেননি।
পরে রবিবার সকাল ৯টার দিকে শহরের শোলাকিয়া বেপারী বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় এলাকাবাসী তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
বৃষ্টি ঝরতে পারে টানা কয়েক দিন
চালের বাজারে কঠোর নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ