কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও অটোরিকশার সংঘর্ষে দু’জন চালক নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার ছয়সূতীর ইউনিয়নের মধ্যারচর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- কিশোরগঞ্জ পৌর শহরের বত্রিশ মহল্লার মৃত জামাল উদ্দিনের ছেলে অটোচালক রিফাত (২৬) এবং একই এলাকার মৃত রইছ উদ্দিনের স্ত্রী জোহরা বেগম (৬৫)।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচর মধ্যারচর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংর্ঘষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহত চার জনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও তিনি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন