কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রামট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপর দেড়টার দিকে উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে, বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহতরা হলেন- সদর উপজেলার কামালিয়াচর গ্রামের ইজিবাইক চালক জামাল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার বীর হাজিপুর গ্রামের মিজানুর রহমান (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু।
তিনি বলেন, হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজারসংলগ্ন এলাকায় অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘাতক ড্রামট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন