January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 19th, 2022, 7:54 pm

কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক :

হইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে নিজেদের দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য।ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভে আপাতত অস্থায়ীভাবে স্থাপন করা হবে দেশটির দূতাবাস। দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীকে এরইমধ্যে এই পরিকল্পনা জানানো হয়েছে। সব দূতাবাসকর্মীকে কিয়েভ ছেড়ে লেভিভে যাওয়ার নির্দেশও দিয়েছে ব্রিটেনের সরকার। গত শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যে কোনো সময় ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা ও ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সংযোগ অক্ষুন্ন রাখতেই দূতাবাস স্থানান্তরের পদক্ষেপ নেয়া হয়েছে। একই কারণে ইউক্রেনে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়। তবে যেহেতু দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক আছে, তাই এখনই এ ব্যাপারে নাগরিকদের কোনো সহযোগিতা দেয়ার পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এ বিষয়ে সেখানে বল হয়েছে, এই পরিস্থিতিতে ইউক্রেন ত্যাগের ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে কোনো বাড়তি সহযোগিতা প্রত্যাশা করা ব্রিটেনের নাগরিকদের উচিত হবে না। গত ডিসেম্বর থেকে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। প্রথম পর্যায়ে লাখ খানেক সেনা উপস্থিতি থাকলেও বর্তমানে সেখানে ১ লাখ ৯০ হাজার, বা তারও কিছু বেশি সেনার উপস্থিতি রয়েছে বলে গত শুক্রবার জানিয়েছেন বাইডেন প্রশাসনের অন্যতম কর্মকর্তা মাইকেল কার্পেন্টার।