অনলাইন ডেস্ক :
বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মুম্বাইয়ের সবচেয়ে দামি ফ্ল্যাটগুলোর একটির মালিক হলেন এই তারকা দম্পতি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আরব সাগরের তীরে বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটিতে নতুন ঠিকানা গড়েছেন রণবীর-দীপিকা। এই সোসাইটির ১৬ থেকে ১৯ তলা জুড়ে তাদের নতুন ফ্ল্যাটটি অবস্থিত। জানা গেছে, ফ্ল্যাটের কার্পেট এলাকা ১১ হাজার ২৬৬ বর্গফুট। এ ছাড়া ১৩০০ বর্গফুট জুড়ে টেরেস রয়েছে। বিলাসবহুল এই ফ্ল্যাটে ১৯টি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। চলতি বছরেই মধ্যে নতুন বাড়িতে উঠবেন রণবীর-দীপিকা। এদিকে নতুন ফ্ল্যাটে উঠলেই শাহরুখ ও সালমান খানের প্রতিবেশী হবেন বলিউডের বাজিরাও ও মাস্তানি। রণবীর-দীপিকার নতুন ফ্ল্যাটটি সালমানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্ট ও শাহরুখের ‘মান্নাত’-এর মাঝে অবস্থিত। বর্তমানে রণবীর ও দীপিকা দু’জনই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রণবীর সিং। অন্যদিকে, ‘পাঠান’, ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিং করছেন দীপিকা।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির