January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 12th, 2022, 7:41 pm

কী আছে রণবীর-দীপিকার ১১৯ কোটি রুপির ফ্ল্যাটে?

অনলাইন ডেস্ক :

বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মুম্বাইয়ের সবচেয়ে দামি ফ্ল্যাটগুলোর একটির মালিক হলেন এই তারকা দম্পতি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আরব সাগরের তীরে বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটিতে নতুন ঠিকানা গড়েছেন রণবীর-দীপিকা। এই সোসাইটির ১৬ থেকে ১৯ তলা জুড়ে তাদের নতুন ফ্ল্যাটটি অবস্থিত। জানা গেছে, ফ্ল্যাটের কার্পেট এলাকা ১১ হাজার ২৬৬ বর্গফুট। এ ছাড়া ১৩০০ বর্গফুট জুড়ে টেরেস রয়েছে। বিলাসবহুল এই ফ্ল্যাটে ১৯টি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। চলতি বছরেই মধ্যে নতুন বাড়িতে উঠবেন রণবীর-দীপিকা। এদিকে নতুন ফ্ল্যাটে উঠলেই শাহরুখ ও সালমান খানের প্রতিবেশী হবেন বলিউডের বাজিরাও ও মাস্তানি। রণবীর-দীপিকার নতুন ফ্ল্যাটটি সালমানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্ট ও শাহরুখের ‘মান্নাত’-এর মাঝে অবস্থিত। বর্তমানে রণবীর ও দীপিকা দু’জনই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রণবীর সিং। অন্যদিকে, ‘পাঠান’, ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিং করছেন দীপিকা।