October 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 7:16 pm

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের-রাজারহাট রেল সড়কের পাশে কেন্দ্রা নামক স্থানে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামের এক কিশোরের  মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইম খাঁ মোন্নাফ ডাক্তারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত মাসুদ তার বন্ধুসহ কুড়িগ্রাম রেল স্টেশন থেকে রাজারহাট ফেরার পথে উক্ত স্থানে আকস্মিকভাবে ট্রেনের ছাদ থেকে লাফ দিলে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি রেল পুলিশের জিআরপি পুলিশকে জানানো  হয়েছে।