October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 7:57 pm

কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত

শ্কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের কচাকাটা থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে শিক্ষক,শিক্ষার্থী,ব্যবসায়ী, রাজনীতিবিদ, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষ গণস্বাক্ষরে অংশ নেন।

উল্লেখ্য,দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কচাকাটা থানাকে উপজেলা করার দাবীতে আন্দোলন করছে স্থানীয়রা।

গণস্বাক্ষর কর্মসূচীর আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ বাচ্চু ব্যাপারীর সভাপত্বিতে বক্তব্য দেন, কেদার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সমাজকর্মী আনিসুর রহমান তোলা ব্যাপারী প্রমূখ।

এসময় বক্তারা জানান,কুড়িগ্রাম জেলা সদর থেকে কচাকাটা থানাকে ৪টি নদনদী দ্বারা বিচ্ছিন্ন করে রেখেছে। ব্রহ্মপুত্র নদ,

শংকোশ,দুধকুমার,গঙ্গাধর নদী পাড়ি দিয়ে অথবা সড়ক পথে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা দিয়ে কয়েক ঘন্টা পথ অতিক্রম জেলা সদরের সাথে যোগাযোগ করতে হয়।

কচাকাটা ইউনিয়নের আয়তন ২৬.৪০ বর্গকিলোমিটার, বল্লভেরখাস ইউনিয়ন-৩৩.৩৯ বর্গকিলোমিটার,নারায়ণপুর ইউনিয়ন ০৭.৮৪ বর্গকিলোমিটার,কেদার ইউনিয়ন-২৪.৪৭ বর্গকিলোমিটার, বলদিয়া ইউনিয়ন-৩৫.৯৯ বর্গকিলোমিটার এবং বামনডাঙ্গা, কালীগঞ্জ ইউনিয়ন অংশ নিয়ে কচাকাটা থানা ২০০৩সালে গঠিত হয়।এই থানার অধীনে প্রায় তিন লক্ষাধিক মানুষের বসবাস।