October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 22nd, 2025, 12:43 pm

কুড়িগ্রামে ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

কুড়িগ্রাম প্রতিনিধি:

দীর্ঘ ৩৫ বছর চাকুরি জীবনের পর সহকারী শিক্ষক আব্দুল জলিলকে ফুলেল শুভেচ্ছা, ও বিদায়ী সংবর্ধনা দেয়ার পর, ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

ওই শিক্ষক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক ছিলেন।    বৃহস্পতিবার বার (২১ আগষ্ট) বিকেলে তাকে কর্মস্থলে এভাবেই চাকুরী জীবনের শেষ বিদায় জানান সহকর্মীসহ ও শিক্ষার্থীরা। তিনি সহকারী শিক্ষক হিসেবে বিজ্ঞান বিভাগে দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে ছিলেন। যার কারণে সবার সঙ্গে গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণীপেশার মানুষ।

শিক্ষার্থীরা জানায়, জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন।  তিনি আমাদের বাবার মত  সব সময় আদর ও স্নেহ মমতা দিয়ে আমাদেরকে পাঠদান করাতেন। স্যারের বিদায় দিলাম বটে স্কুল একজন ভালো স্যারকে স্কুল থেকে হারালো । আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।

শিক্ষক আইয়ুব আলী ও ওবায়দুর হক বলেন, আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। তিনি আমাদেরকে সব সময় ভালো বিষয়ে পরামর্শ দিত। আমাদের সাথে তিনি সবসময় ভালো আচরণ করত। তিনি সবসময় আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদান করাতেন। তার এই শূন্যতা জানিনা পূরণ হবে কিনা। আমরা দোয়া করি তিনি সবসময় ভালো থাকুক।

বিদায়ী শিক্ষক আব্দুল জলিল বলেন, কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। সেইসঙ্গে আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করবো।