কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) জেলার নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মসিক কল্যাণ সভা ও আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
মাস্টার প্যারেড শেষে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা সমূহের বিষয়ে পুলিশ সুপার অবগত হন এবং সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন তিনি।
এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ৩ জন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষথেকে বিদায় সংবর্ধনা জানান পুলিশ সুপার ।
সভায় কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নভেম্বর মাসে মোট ১২ জনকে পুরষ্কৃত করা হয়।
পাশাপাশি দুপুরে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে নভেম্বর-২০২৫ মাসের “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
লক্ষ্মীপুরে মাদকাসক্ত এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
যাত্রাবাড়ি ফল মার্কেট মালিক ও সবজী ব্যবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রুখে দিয়ে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে : চরমোনাই পীর