November 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 7:37 pm

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকসহ সুধীজনের সাথে মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ- এর সভাপতিত্বে  এক মতবিনিময় অনুষ্ঠিতহয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ প্রথমে নবনিযুক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে কুড়িগ্রামের বিভিন্ন সমস্যা ও সমাধান, উন্নয়ন ও অনুন্নয়ন এবং সম্ভবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেত্রীবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় বিশেষ করে প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রস্তাবিত   ডিসিপার্ক কাজ অগ্রগামী এবং শর্ত অনুযায়ী কুড়িগ্রাম টেক্সটাইল মিলসটি পূনরায় চালু করণ নয়ত শর্ত বাতিলের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। জেলা প্রশাসক সকল প্রস্তাবনা শুনেন এবং যা করা সম্ভব সবকিছুই করবেন বলেসকলকে আশ্বস্ত করেন।

এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য উপস্থিত সকলকে শুভেচ্ছাসহ  কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা দলমত নির্বিশেষ সহযোগিতা করলে আমাদের পাশে থাকলে আমরা কুড়িগ্রামের উন্নয়নে সকলে মিলে সামগ্রিক উন্নয়ন কাজ করতে পারবো।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, যোগ্য লোক যোগ্য জায়গায় গেলে সমস্যা সমাধান সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কথা বলতে গিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনের একই দিনে গণভোট ও জাতীয় নিবা’চনে ইতিহাসের অংশ হচ্ছি আমরা। এজন্য আগামি ২ মাসের ফিল্ড ওয়ার্কে বিশেষ করে পিছেয়ে পড়া জনগোষ্ঠী, চরাঞ্চলের মানুষজনকে বিষয়টি শিখাতে হবে, জানাতে হবে এজন্য সবাইকে কাজ করতে হবে।