October 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 7:11 pm

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের ডেভলপমেন্ট প্রকল্পের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

আজ আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষক প্রকল্পের পরিকল্পনা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

জেলাপ্রশাসকের কার্যালয়,কুড়িগ্রামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।

এবং সভাপতিত্ব করেছেন পরিবেশ অধিদপ্তর ও এইচডি পাথওয়েজ অফ বাংলাদেশের প্রকল্প পরিচালক  মোঃ খালেদ হাসানের সভাপতিত্বে এ সময়

কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান ,সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস,জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, কুড়িগ্রাম জেলা নদীভাঙন, বন্যা ,খরা ও শীতপ্রবাহে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে সরাসরি মানুষের জীবন ও জীবিকায় পড়েছে।

এই বাস্তবতায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ ধরনের অভিযোজনমূলক প্রকল্পের সূচনা নিঃসন্দেহে সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ।

প্রকল্প পরিচালক মোঃ খালেদ হাসান বলেন,এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর এবং সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় নির্বাচিত সুফলভোগীদের বিকল্প জীবিকায়নে সহায়তা এবং বিভিন্ন সরকারি/বেসরকারি কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা।সামগ্রিকভাবে এই উদ্যোগগুলো জলবায়ু সহনশীলতা বৃদ্ধি,জীবিকা সুরক্ষা এবং পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি প্রকল্পটি বাস্তবায়নে জেলা প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।