December 31, 2025
Wednesday, December 31st, 2025, 7:49 pm

কুড়িগ্রামে প্রচন্ড ঠান্ডায় স্থবির  জনজীবন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস 

কুড়িগ্রাম  প্রতিনিধি:

গত কয়েকদিন ধরে প্রচন্ড  শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের  জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পড়েছেন চরম  বিপাকে।

আজ  বুধবার  (৩১ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা কমে গেলেও রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি। দিনের বেলায় সূর্যের আলো থাকলেও মিলছে না সেই কাঙ্খিত উষ্ণতা। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর।

সদর হাসপাতালে আসা মাহমুদল  হাসান (২৫) বলেন ,আমার ছেলের কয়েক থাকি জ্বর সর্দি ডাক্তার দেখাতে নিয়ে এসেছি।কয়েকদিন থেকে সে অসুস্থ্য কিন্তু হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসা নেয়া হচ্ছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা এখনও তেমন বাড়েনি। এরপরও বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন যে রোগীরা আসছেন তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান,  ৯ টি উপজেলায়  ২২ হাজার শীতবস্ত্র বিতরণ চলছে   ও নগদ ৫৪ লক্ষ টাকা মজুদ আছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সবনিম্ন তাপমাত্রা  ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানান তিনি।।