কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদরাসা পরীক্ষা কেন্দ্রে চলতি বছরের আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র তাদের এ বহিস্কার আদেশ প্রদান করেন।
বহিস্কৃতরা হলেন-ছামিউল ইসলাম,ইয়াসিন আরাফাত সজিব,শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রের সদস্য সচিব আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের সার্চ করে মোবাইল ফোন ও নকল পাওয়া গেছে। তাই উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাদের বহিস্কার করা হয়।
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ