কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় এলাকায় দূর পাল্লার বাসচাপায় এক মোটরসাইকেলে থাকা ৩ আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।
নিহতরা মোটামুটি সমবয়সী। তারা হলেন- নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের পুত্র সাগর (২৪), সোহরাব আলীর পুত্র সুমন (২৩) এবং শাহিন (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। এ সময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ৩ আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন,বাসটি নাগেশ্বরী থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের লাশ তাদের পরিবারের লাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন যে বাসচালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পর যান চলাচল এক ঘণ্টা বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক আছে।
—-ইউএনবি
আরও পড়ুন
এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা
গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের