September 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 2nd, 2025, 7:08 pm

কুড়িগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আনন্দ মিছিল,  র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে  কুড়িগ্রাম দলীয় কার্যালয় হতে একটি বণ্যার্ঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়ায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, সাধারণ সম্পাদক হাসান যুবায়ের হিমেল প্রমুখ। এছাড়া স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থি ছিলেন।

পথ সভায় জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বিগত ১৭ বছর অনেক নৈরাজ্য সহ্য করেছি আর কোন নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে দেয়া যাবে না। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, থাকব। আর এ ঐক্যতার মাঝে থেকেই সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ আছি  আগামীতেও ঐক্যবদ্ধ থাকব।