November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 7:27 pm

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে দুটি ইট ভাটায় জরিমানা আদায়

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে আজ  বুধবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ২ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সদর উপজেলার ঘোগাদহে অবস্থিত মেসার্স থ্রী স্টার ব্রিকসকে ত্রিশ হাজার টাকা,মধ্যকুমরপুরে অবস্থিত মেসার্স ফোর স্টার ব্রিকসকে ত্রিশ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় রা হয়। একই সাথে হালনাগাদ কাগজপত্র ব্যতিত ভাটার কার্যক্রম চালু না করার জন্য তাদেরকে সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ স্থানীয় থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।