কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সদরের যাত্রাপুর-ঘোগাদহ সড়কের কামার হাইল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র লুৎফর রহমান (১৯) যাত্রাপুর ইউনিয়নের নওয়ানিপাড়া এলাকার মো. আমজাদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত লুৎফর রহমান সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ঘোগাদহ বাজারে যাচ্ছিলেন। এ সময় কামার হাইল্যা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গফুর জানান, সকালের দিকে সড়ক দুর্ঘটনায় লুৎফর রহমান গুরুতর আহত হন। পরে তাকে রমেক হাসপাতালে নিলে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র মারা গেছে।
—–ইউএনবি
আরও পড়ুন
ইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি: এডভোকেট আহমেদ আযম খান
জিআই পণ্য টাঙ্গাইল মধুপুরের আনারসের বাম্পার ফলন: ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
লোভাছড়া চা বাগানে শতবর্ষের ঝুলন্ত সেতু