December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 19th, 2024, 7:58 pm

কুড়িগ্রামে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় ফেনসিডিল বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান,ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে ভূরুঙ্গামারী থানার পূর্ব ভোট হাট ১ নম্বর ওয়ার্ডের খোনাপাড়া সীমান্ত এলাকা থেকে মো. আশরাফুল আলমকে (২০) ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

একই দিন কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ একটি গভীর রাতে নাগেশ্বরী পৌরসভাধীন বালাসিপাড়া থেকে ফুলবাড়ী কুটি চন্দ্রখানা এলাকার মো. সাইফুল ইসলাম (৫২), আজওয়াটারি এলাকার শ্রী সত্য চন্দ্র সেন (৩৪) ও লালমনিরহাট সদরের কালোমাটি হরিনচরা এলাকার মো. আব্দুর রশিদকে (৪০) ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

মুখপাত্র আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

—–ইউএনবি