কুড়িগ্রামে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নে ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম হাসানুজ্জামান (৪৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বৃহস্পতিবার (২৩ মে) বিকাল সাড়ে ৫টায় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা (নাখরাজ) এলাকার হাসানুজ্জামানকে তার নিজ বাড়ির খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, ‘হাসানুজ্জামানের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।’
—–ইউএনবি
আরও পড়ুন
৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবিপ্রধান, দায়িত্বে ডিআইজি শফিকুল
জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি: নাহিদ
সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক কাল