কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা বহনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দের দাবি করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) বিকাল ৩টার দিকে ফুলবাড়ী থানাধীন সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলেরপাড় নামক স্থান থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. মফিকুল ইসলাম (২৭) ওই ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী পুলিশের একটি দল পশ্চিম ফুলমতি গ্রামে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা জব্দসহ মফিকুল ইসলামকে গ্রেপ্তার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫