কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরের উপর থাকা বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিস্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানা যায়। কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরের বহিস্কার আদেশ প্রত্যাহারে বলা হয় ক্ষমা প্রার্থনার করে বহিস্কৃত নেতার আবেদনের প্রেক্ষিতে বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে ফিরিয়ে দেয়া হলো।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরকে বহিস্কার করা হয়।
এ ব্যাপারে সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র স্বপদে বহাল হওয়া যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। যে অভিযোগ তুলে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল তা তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হওয়ায় আমাকে স্বপদে বহাল করেছে জেলা নেতৃবৃন্দ। আমি মৃত্যুর আগ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করতে চাই। সাধারণ মানুষের দোয়া ও ভালবাসায় আমি এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০