January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 4th, 2022, 7:05 pm

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় যুবক গ্রেপ্তার, দেশীয় অস্ত্র জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় এক ভারতীয় যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা গংগাহাট আজোয়াটারি এলাকা থেকে সোমবার রাত ১০টার দিকে এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার আনারুল শেখ (২১) ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী জানান, রাতে আনারুল অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে সন্দেহজনক ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা চোর সন্দেহে ওই যুবককে ধরতে গেলে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্থানীয় হরেকৃষ্ণ চন্দ্র রায়সহ কয়েকজনকে আঘাত করে। আহত হরেকৃষ্ণ চন্দ্র রায়কে রাতেই ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় বিজিবি বাদী হয়ে ওই ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফুলবাড়ীয়া থানায় মামলা করে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, রাতে ওই এলাকার স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।পরে মঙ্গলবার সকালে বিজিবি বাদী হয়ে ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে ৩২৪ ধারায় একটি মামলা দায়ের করলে আসামিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।

—-ইউএনবি