কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার পক্ষে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।
তিনি নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন,এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে বিজয়ী হতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতিকে কাজ করার আহ্বান জানাই। নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরনবী হক দুলালের সভাপতিত্বে এসময় আরো এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক,নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মকবুল হোসেনসহ প্রমুখ।

আরও পড়ুন
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার
রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে বসতঘর আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ