সাফায়িত সিফাত, কুবি প্রতিনিধি:
শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৭ মে) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকল সাড়ে নয়টায় আনন্দ শোভাযাত্রা করে তারা।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ সহ বিশ্ববিদ্যালয়ের ৪ হল ও ৬ অনুষদের বিভিন্ন নেতা-কর্মীরা।
আনন্দ শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা করা হয়। এরপর স্বামী-সন্তানসহ ছয় বছর বিভিন্ন দেশে কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরতে সক্ষম হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন
বিমানবন্দরেই দেখা হচ্ছে মা-ছেলের
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন স্থায়ী কমিটির নেতারা