সাফায়িত সিফাত, কুবি প্রতিনিধি:
শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৭ মে) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকল সাড়ে নয়টায় আনন্দ শোভাযাত্রা করে তারা।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ সহ বিশ্ববিদ্যালয়ের ৪ হল ও ৬ অনুষদের বিভিন্ন নেতা-কর্মীরা।
আনন্দ শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা করা হয়। এরপর স্বামী-সন্তানসহ ছয় বছর বিভিন্ন দেশে কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরতে সক্ষম হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট
৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ
ঢাকা কলেজ ছাত্রাবাসে মরা মুরগির মাংস ও পঁচা মাছ জব্দ