January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 10th, 2022, 7:53 pm

কুমারখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত, আহত ৫

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কমরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৫৫) কুমারখালী উপজেলার গোপগ্রাম ভূমি অফিসের অফিস সহাকারী।

নিহত আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদসহ (২৫) অন্যান্য আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কামারকান্দি বাজারে ওই গ্রামের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুস সাত্তার ও সাবেক মেম্বার ফিরোজ খানের সমর্থকদের মধ্যে মতপার্থক্য নিরসনে একটি বৈঠক ডাকেন। এই বৈঠক চলাকালেই সংঘর্ষের ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ফিরোজের সমর্থকেরা একটা চোরকে তাড়া করার পরে শুক্রবার রাত থেকে আব্দুস সাত্তারের সমর্থকরা ওই চোরকে আশ্রয় দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তপ্ত বাক-বিতণ্ডার মধ্যে ফিরোজের সমর্থকরা আব্দুস সাত্তারকে ছুরিকাঘাত করেছে বলে তার সমর্থকেরা অভিযোগ করেছে। এসময় আহত আব্দুস সাত্তারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

—-ইউএনবি